কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকার সরেজমিন উইংয়ের পরিচালক কৃষিবিদ মো: আব্দুল হান্নান গত ১১/১২/২০১৭ ইং তারিখ রাঙ্গামাটি পার্বত্য জেলার কৃষি বিষয়ক বিভিন্ন কার্যক্রম পরিদর্শণ করেন। এ উপলক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাঙ্গামাটি অঞ্চলের অতিরিক্ত পরিচালকের কার্যালয়ের সভাকক্ষে বিভাগীয় কর্মকর্তাদের সহিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ডিএই, রাঙ্গামাটি অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ প্রনব ভট্টাচার্য্যরে সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএই, সরেজমিন উইং এর পরিচালক কৃষিবিদ মো: আব্দুল হান্নান। প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ মো: আব্দুল হান্নান বলেন পার্বত্য এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি বিস্তারের বিপুল সম্ভাবনা রয়েছে। এই এলাকায় মাঠ ফসলের আবাদ বৃদ্ধির বিভিন্ন সীমাবদ্ধতা থাকলেও পাহাড়ী ঢালে উদ্যানতাত্তিক ফসল চাষের বিপুল সম্ভাবনা রয়েছে। এ ব্যাপারে তিনি বিভিন্ন বাস্তবমুখী পদক্ষেপের পরিকল্পনা গ্রহন এবং তা বাস্তবায়নের ব্যাপারে সভায় উপস্থিত সকলের দৃষ্টি আকর্ষণ করেন। সভাপতির বক্তব্যে কৃষিবিদ প্রনব ভট্টাচার্য্য বলেন পার্বত্য এলাকায় প্রয়োজনীয় জনবলের ঘাটতি, দূর্গম যাতায়াত ব্যবস্থাসহ বিভিন্ন প্রতিকুলতা সত্বেও সার্বিক কৃষি উন্নয়নে ডিএইর মাঠ পর্যায়ের সম্প্রসারণ কর্মীগন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই এলাকায় ফল জাতীয় ফসল চাষে বিপ্লব ঘটানোর উদ্দেশ্যে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। প্রত্যেক উপসহকারী কৃষি অফিসারকে নতুন ফল বাগান সৃজন এবং পরিচর্যার লক্ষমাত্রা প্রদান করা হয়েছে। সভায় কৃষি সম্প্রসাণ অধিদপ্তরের অঞ্চল ও জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, হর্টিকালচার সেন্টার, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, কৃষি তথ্য সার্ভিস এর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া পরিচালক মহোদয় সাইট্রাস ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় প্রদর্শণীভুক্ত কৃষকদের সাথে মতবিনিময় ও উপকরণ বিতরণ, এনএটিপি প্রকল্পের আওতায় রাঙ্গামাটি সদর উপজেলায় সিআইজিভুক্ত কৃষকদের সাথে মতবিনিময়, বিভিন্ন প্রদর্শণী পরিদর্শণ ও বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শণ করেন।